নোয়াখালী সদর হাসপাতাল

নোয়াখালীর মাইজদীতে মাদরাসা পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। নিহত কিশোরী নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ওদারহাট শাহাদাত মাওলানা মাদরাসার ৯ম শ্রেণির ছাত্রী।

শুক্রবার (১৯ মার্চ) দুপুরে মাইজদী বসিরের দোকানের পাশে এক বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রায়হানকে (২২) আটক করেছে সুধারাম থানা পুলিশ।

নিহতের এক বোন জানান, প্রেমের ফাঁদে ফেলে আমার বোনকে আজ সকালে মাইজদী নিয়ে আসে রায়হান। মাইজদীর বসিরের দোকানের পাশে এক বাড়িতে নিয়ে ধর্ষণের পর অমানুষিক অত্যাচার করে বোনকে হত্যা করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন ঢাকা পোস্ট বলেন, ‘আটক রায়হান জানায় তাদের দুইজনের মধ্যে প্রেম ছিল। সকালে তার সঙ্গে মাইজদীর একটি বাসায় ওই কিশোরী ছিল। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে সে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে হাসপাতালে আনলে মারা যায়।’

তিনি আরও বলেন, ‘ওই কিশোরীর পরিবার থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

হাসিব আল আমিন/এমএসআর