পুলিশ জনগণের বন্ধু। তাই আমি চাই পুলিশ এবং জনগণের মধ্যে যেন কোনো দূরত্ব না থাকে। অনেকে পুলিশকে স্যার ডাকে। ভয়ে কাছে আসতে চায় না। তাই আমি চাই আপনারা আমাকে স্যার না ডেকে ভাই ডাকুন।

সদর উপজেলার ১১নং বলাইয়ের চর আনন্দ বাজারে সদর থানা পুলিশের আয়োজনে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধ সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. বিল্লাল হোসেন। 

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হান্নান মিয়া বলেন, সমাজে নারীরা এখনও নিরাপদ নয়। এখনও চারদিকে নারী নির্যাতন, ধর্ষণের মতো ঘটনা প্রতিনিয়ত ঘটছে। বর্তমানে তার চেয়েও ভয়াবহ হচ্ছে ইভটিজিং। আমাদের মেয়েরা স্কুল কলেজে যাওয়ার সময় বখাটে যুবকদের কাছে ইভটিজিংয়ের শিকার হয়। এ কারণে অনেক মেয়ের লেখাপড়া বন্ধ হয়ে যায়। তাই আপনাদের যে কোনো সমস্যায় জেলা পুলিশের হটলাইন নম্বরে যোগাযোগ করবেন। অভিযোগ পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।

এসময় ডা. শারমিন রহমান অমি বলেন, নারীরা এখন পিছিয়ে নেই। সমাজর প্রত্যেকটি স্তরে এখন নারীদের বিচরণ। আজকে দেশের প্রধানমন্ত্রী একজন নারী। তাই মেয়েদের অল্প বয়সে বিয়ে না দিয়ে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। এই নারীই আপনার পরিবারের মুখ উজ্জ্বল করবে।

১১নং বলাইয়ের চর ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীর সভাপতিত্বে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধ সভায় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল-মামুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিনসহ অনেকে।

জাহিদুল খান সৌরভ/এমএএস