১১১ কেজির মার্লিন ফিশ

যে মাছ পাওয়া যায় প্রশান্ত মহাসাগরে, এবার দেখা গেল তা কিশোরগঞ্জের পাকুন্দিয়া বাজারে। ১১১ কেজির দৈত্যাকার মার্লিন ফিশ দেখার জন্য বাজারে উৎসুক জনতা ভিড় করেন।

শনিবার (২০ মার্চ) দুপুরে এ মার্লিন ফিশ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া বাজারে নিয়ে আসেন কটিয়াদী উপজেলার ধূলদিয়া গ্রামের মাছ ব্যবসায়ী স্বপন মিয়া।

মাছ ব্যবসায়ী স্বপন মিয়া ঢাকা পোস্টকে জানান, তিনি অনেক দিন ধরে পাকুন্দিয়া বাজারে মাছের ব্যবসা করেন। দেশের বিভিন্ন বাজার থেকে তিনি মাছ এনে পাকুন্দিয়া বাজারে বিক্রি করেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) আমি মাছ কিনতে যাত্রাবাড়ীর মাছ বাজারে যাই। গিয়ে শুনি চট্টগ্রামের ফিশারিঘাট থেকে বড় একটি মাছ এক ব্যবসায়ী কিনে এনেছেন। পরে আমি এ মাছটি তার কাছ থেকে কিনে নিয়ে আসি।

তিনি আরও জানান, আজ সাপ্তাহিক হাটবার হওয়ায় বড় আকারের এ মাছ দেখতে শতশত উৎসুক জনতা ভিড় করছেন। ৫০ হাজার টাকায় ৫০ জন মিলে এ মাছ কিনে নিয়েছেন বলেও জানান তিনি।

জানা যায়, মার্লিন ফিশ সাধারণত শীতের অঞ্চলে পাওয়া যায়। এ মাছ অত্যন্ত দ্রুতগতির মাছ। মাছটির গতিবেগ ঘণ্টায় ১২৯ কিলোমিটার। এছাড়া মাছটি জলতল থেকে ৭০ থেকে ৮০ ফুট উপরেও লাফ দিয়ে উঠতে পারে।

বাজারে আসা মো. জাহাঙ্গীর ঢাকা পোস্টকে বলেন, ‘আমার জীবনও এত বড় মাছ দেখিনি। আজকে বাজারে মাছ কিনতে গিয়ে স্বপন মিয়ার দোকানে এ মাছটি দেখে অবাক হয়েছি।’

এসকে রাসেল/এমএসআর