সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

পদ্মায় কুয়াশার কারণে সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে ঘাট কর্তৃপক্ষ।

সোমবার (৭ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে ফেরি চলাচল শুরু করা হয়। এর আগে রোববার (৬ ডিসেম্বর) রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।

সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে ফেরি চলাচল শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জিল্লুর রহমান।

তিনি বলেন, পদ্মায় কুয়াশার কারণে রাত ১২টা থেকে সোমবার সকাল পর্যন্ত নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। নদীতে কুয়াশা কেটে যাওয়ায় ফেরি চলাচল শুরু করা হয়।

তিনি আরও বলেন, নৌরুটে ১৬ ফেরির মধ্যে ১৫টি চলাচল করছে। আমানত শাহ নামের বড় ফেরিটি বিকল হয়ে কারখানায় মেরামতে রয়েছে।

তবে পদ্মায় এখনও কুয়াশা রয়েছে। যাত্রী ও যানবাহন চালকদের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে পাটুরিয়াঘাট থেকে তিনটি ফেরি দৌলতদিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। পাটুরিয়াঘাট এলাকায় পরিবহন বাস, ছোট গাড়ি ও পণ্যবাহী ট্রাক মিলে সহস্রাধিক যানবাহন নৌরুট পারাপারে অপেক্ষায় রয়েছে।

এসআর