স্ত্রীসহ করোনায় আক্রান্ত নেত্রকোনার ডিসি
নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান ও তার স্ত্রী সুমন্না আক্তার করোনায় আক্রান্ত হয়েছেন। ডিসি পত্মী সুমন্না আক্তার বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে রয়েছেন এবং স্বাভাবিক রয়েছেন জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান।
রোববার (২১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ সেলিম মিয়া ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
সিভিল সার্জন বলেন, শনিবার (২০ মার্চ) নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে জেলা প্রশাসক এবং তার স্ত্রীর নমুনা পরীক্ষা করা হলে তাদের করোনা পজিটিভ ধরা পড়ে। পরে ডিসি পত্মীর শারীরিক অবস্থা কিছুটা গুরুতর দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সিভিল সার্জন আরও জানান, গত ৭ মার্চ নেত্রকোনায় করোনা টিকাদানের উদ্বোধনী দিনেই টিকা নিয়েছিলেন জেলা প্রশাসক। প্রথম ধাপের এই টিকা করোনা প্রতিরোধে শতকরা ৬০ ভাগের মতো কাজ করে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
জিয়াউর রহমান/এমএএস