কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান আজাদ

ভারতে সড়ক দুর্ঘটনায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান আজাদ নিহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে দর্শনা সীমান্তের ভারতের অংশে এক দুর্ঘটনায় তিনি মারা যান। 

গতকাল শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল।

জানা গেছে, মিজানুর রহমান আজাদ ব্যবসায়ীক কারণে গত সাত থেকে আট মাস ধরে ভারতের বিভিন্নস্থানে অবস্থান করছিলেন। সেখান থেকে শুক্রবার তিনি দেশে ফিরছিলেন। একই দিন তার স্ত্রীকে সেখান থেকে ফোন করে দেবাশীস নামে এক ব্যক্তি জানান মিজানুর অসুস্থ শনিবার সকালে দেশে ফিরবে। পরে দর্শনা সীমান্তের ওপারে (ভারত) তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে রাত ১১টার দিকে মোবাইল ফোনে জানানো হয়। এ সময় একটি ছবিও তাদের সরবরাহ করা হয়েছে। 

নিহতের ছোট ভাই কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল জানান, সেখানে হাসপাতালে তার ময়নাতদন্ত করা হবে। আইনগত প্রক্রিয়া শেষে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সাবেক ভিপি মিজানুর রহমান আজাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা সদর আসনের এমপি ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন, সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুলসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এমএএস