নিখোঁজ কাউন্সিলর প্রার্থী মো. হাসান আহম্মেদ

নাটোরের সিংড়ায় মনোনয়ন ফরম তুলতে গিয়ে নিখোঁজ হয়েছেন ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. হাসান আহম্মেদ। শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুর পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। 

এর আগে  বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মনোনয়ন ফরম তুলতে যান তিনি। কিন্তু দুপুর ১২টা থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। এ নিয়ে তার অনুসারী ও পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় রয়েছেন। 

নিখোঁজ কাউন্সিলর প্রার্থী মো. হাসান আহম্মেদ পৌরসভার চকসিংড়া মহল্লার মৃত নুরশেদ প্রামানিকের ছেলে।

হাসানের স্ত্রী সর্মিলা আক্তার সাথী জানান, হাসান বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মনোনয়ন ফরম তোলার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পেয়ে আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও পাননি। বৃহস্পতিবার রাতে তিনি এ ব্যাপারে সিংড়া থানায় জিডি করেন।

হাসানের মামাতো ভাই সামসুল আহম্মেদ জানান, বৃহস্পতিবার সকালে তাকে ফোন করেন হাসান। দুপুরের আগেই তাকে সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম তুলবেন বলে জানান। কিন্তু ১২টার দিকে কল দিলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর সারাদিনেও তার খোঁজ পাওয়া যায়নি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম সিদ্দিকী জানান, হাসানের নিখোঁজের বিষয়টি তিনি শুনেছেন। নিখোঁজের বিষয়ে জিডি হয়েছে। উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।

এসপি