ফাইল ছবি

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় অটোরিকশায় যাত্রী নেয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় অর্ধশতাধিক আহত হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মৃগা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত বাদল মিয়া (৪৮) মৃগা ইউনিয়নের প্রজারকান্দা গ্রামের মৃত নূর মিয়ার ছেলে এবং মিরাজ আলী (৭০)  একই ইউনিয়নের শান্তিপুর গ্রামের মৃত লাল মিয়া ছেলে। তারা দুইজনই অটোরিকশার চালক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে অটোরিকশায় যাত্রী নেয়াকে কেন্দ্র করে নিহত বাদল মিয়া ও  মিরাজ আলীর লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে শনিবার (২৬ ডিসেম্বর) সকালে বাদল ও মিরাজ আলীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও অর্ধশতাধিক লোক আহত হয়।

মৃগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল হাসান দুলাল বলেন, অটোরিকশায় যাত্রী নেয়াকে কেন্দ্র করে দু’ পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে বলে জানতে পেরেছি। পরে সংঘর্ষে বাদল মিয়া ও মিরাজ আলী নামে দুই ব্যক্তি নিহত হন। খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।

ইটনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ জামান (বিপিএম) বলেন, শনিবার সকাল ৯টার দিকে সংঘর্ষের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।  

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ও নিহতদের সুরতহাল সংগ্রহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এসপি