পিটুনিতে প্রেমিকের মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও!
কুমিল্লায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে তার বাবা-চাচাদের হাতে ধরা পড়ে বেধড়ক পিটুনি খেয়ে মো. মাহিন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাহিনের বাবা হিরন মিয়া। তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
রোববার (৭ মে) দুপুরে জেলার কোতোয়ালি মডেল থানাধীন মাঝিগাছা এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
সহকারী পুলিশ সুপার (কুমিল্লা সদর সার্কেল) কামরান হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, মাঝিগাছা এলাকার চা দোকানদার হিরন মিয়ার ছেলে মাহিনের সঙ্গে একই এলাকার মোজা মিয়ার মেয়ে তন্নী আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত রমজান মাসের শুরুর দিকে কুমিল্লার আদালতের মাধ্যমে তারা বিয়ে করেছেন বলে মেয়েটি (প্রেমিকা তন্নী) জানিয়েছেন।
বিজ্ঞাপন
এর সূত্র ধরে বৃহস্পতিবার (৪ মে) রাতে তন্নীর সঙ্গে দেখা করতে যান মাহিন। এ সময় তন্নীর বাবা-চাচার হাতে ধরা পড়লে মাহিনকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। আহত মাহিনকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা। আজ রোববার বেলা ১১টার দিকে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন মাহিন। কিছুক্ষণ পর মাহিনের বুকে ব্যথা অনুভূত হয় এবং মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ খবর শুনে অসুস্থ হয়ে পড়েন মাহিনের বাবা হিরন মিয়া। বুকে প্রচণ্ড ব্যথা অনুভূত হলে স্থানীয়রা হিরন মিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
সহকারী পুলিশ সুপার কামরান হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ময়নাতদন্তের জন্য মাহিনের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানানো হবে।
আরিফ আজগর/এমজেইউ