ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে করিম জুট মিলের দুটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে করিম জুট মিলের দুটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক দল চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রথমে ১৯ নম্বর গোডাউনে আগুন দেখা যায়। পরে আগুন ২০ নম্বর গুদামে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর জন্য ফরিদপুর, মধুখালী, বোয়ালমারী, সালথা উপজেলা ও রাজবাড়ী জেলার দমকল বাহিনীর একটি করে ইউনিটের ১০টি মেশিন দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম রেজাসহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কারখানার কর্মকর্তা মো. রমজান মিয়া বলেন, ১৯ ও ২০ নম্বর গোডাউনে ৮০ হাজার মণ পাট ছিল। প্রথমে ১৯ নম্বর গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিই। অগ্নিকাণ্ডে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার সুভাষ বাড়ৈ বলেন, ফরিদপুর ছাড়াও পাশের উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি নিরূপণ ও ঘটনা তদন্তে জেলা প্রশাসনের উদ্যোগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমা আলীকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 

বি কে সিকদার সজল/এএম