টাঙ্গাইলের দেলদুয়া‌রে স্ত্রী ও দুই সন্তান‌কে হত‌্যার পর আদাল‌তে জা‌মিন চে‌য়ে আত্মসমর্পণ ক‌রেছেন স্বামী শা‌হেদ। বৃহস্প‌তিবার (১১ মে ) বি‌কে‌লে দেলদুয়ার আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠা‌নোর নি‌র্দেশ দেন।

গত শ‌নিবার (৬ মে) উপ‌জেলার দেউলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ফজলুরের ছেলে মাদকাসক্ত শা‌হেদ স্ত্রী মনিরা এবং দুই সন্তান মুশফিক (৫) ও মাশরাফিকে (২) হত‌্যা ক‌রে পা‌লি‌য়ে যান। পরদিন রোববার নিহত মনিরার মা আবেদা বেগম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। ঘটনার দিন প্রধান আসামি শাহেদসহ অন্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান। 

টাঙ্গাইল কোর্ট পুলিশের ইন্সপেক্টর তানভীর আহমেদ জানান, জা‌মিন আবেদন ক‌রে আদালতে আত্মসমর্পণ ক‌রেন শা‌হেদ। প‌রে আদাল‌তের বিচারক জা‌মিন নামঞ্জুর ক‌রে তাকে কারাগা‌রে পাঠা‌নোর আদেশ দেন। 

অভিজিৎ ঘোষ/আরএআর