আসামিকে আদালত থেকে হাসপাতালে নেওয়া হচ্ছে

বাবাকে হত্যার দায়ে ছেলে সেন্টু সরকারকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৪ মার্চ) দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান সরদার এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সেন্টু সরকার নাটোরের বাগাতিপাড়া উপজেলার কলাবাড়িয়া গ্রামের গোলজার সরকারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ২০১৫ সালের ৯ জানুয়ারি রাতে পারিবারিক কলহের জের ধরে বাবা গুলজার সরকারকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ছেলে সেন্টু সরকার। খবর পেয়ে পুলিশ দাসহ সেন্টু সরকারকে আটক করে। 

এ ঘটনায় সেন্টুর সৎমা নুর নাহার বেগম বাদী হয়ে বাগাতিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক শুনানি শেষে আজ এ রায় ঘোষণা করেন।

তাপস কুমার/এসপি