ভাইয়ের কুড়ালের আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধে ভাইয়ের কুড়ালের আঘাতে ছোট ভাই আলকাত মিয়া (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরআগে সন্ধ্যায় উপজেলার চলবলা ইউনিয়নের দুহলি গ্রামে ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
নিহত আলকাত মিয়া উপজেলার উপজেলার চলবলা ইউনিয়নের কিসামত দুহলি গ্রামের আব্দুল সালামের ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ভাই আলকাত মিয়ার (৪২) সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল বড় ভাই সোলেমান মিয়ার। মঙ্গলবার দুপুরে জমি নিয়ে কথাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। পরে স্থানীয়রা তাদের সরিয়ে দেন। পরে আবারও সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কথাকাটি শুরু হলে আলকাত মিয়ার মাথায় কুড়াল দিয়ে আঘাত করেন ভাই সোলেমান মিয়া।
বিজ্ঞাপন
পরে আহত অবস্থায় তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় মৃত আলকাত মিয়ার ছেলে ও এক প্রতিবেশী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।
নিয়াজ আহমেদ সিপন/এমএসআর