ইউপি সদস্য রতন মিয়া (লাল চিহ্নিত) ও সায়েদুর মোল্লা

মানিকগঞ্জ সদর উপজেলায় হেরোইনসহ রতন মিয়া (৩৮) নামের এক ইউপি সদস্য ও সায়েদুর মোল্লাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সরুপাই ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ইউপি সদস্য রতন মিয়া মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নের উভাজানি গ্রামের আমির উদ্দিনের ছেলে। তিনি ঘিওরের নালী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এবং সায়েদুর মোল্লা একই গ্রামের রায়হান মোল্লার ছেলে।

মানিকগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১ গ্রাম হেরোইন জব্দ করা হয়। আটক দুজন মাদকদ্রব্য সেবন ও বিক্রি করেন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সোহেল হোসেন/এমএসআর