ইন্দ্র সিংহ। ছবি- সংগৃহীত

সিলেট নগরীর লালদিঘির পাড় এলাকার একটি ভবনের ছাদ থেকে ইন্দ্র সিংহ নামের এক পাথর ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যায় লালদিঘির পাড়ের বি ব্লকের ৩৪/২ নিলিমা ভবনের ৬ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইন্দ্র সিংহ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার যুগেন্দ সিংহের ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে লালদিঘির পাড়ের ভাড়া বাসায় থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) রাশেদ ফজল ঢাকা পোস্টকে বলেন, সন্ধ্যা পৌনে ৬টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লামাবাজার পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহটি ৬ তলা ভবনের ছাদের একপাশে ঝুলন্ত অবস্থায় থাকায় ফায়ার সার্ভিসের সহায়তা চাইলে তারা এসে মরদেহটি উদ্ধার করে। ঘটনাস্থলে মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি সিআইডির একটি টিমও উপস্থিত ছিল। মরদেহ সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাসুদ আহমদ রনি/এমজেইউ