ভটভটির ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
ভটভটির ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার রহনপুর-আড্ডা সড়কের দামপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাচোল উপজেলার গোলাবাড়ি গ্রামের মৃত সেরাফত আলীর ছেলে সাবেক উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সালাম (৬২) ও তার স্ত্রী রোকসানা বেগম (৫৫)।
বিজ্ঞাপন
রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আব্দুল বারী জানান, রহনপুর-আড্ডা সড়কের দামপুরা এলাকায় শ্যালোইঞ্জিন চালিত ভটভটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী আব্দুস সালাম ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী রোকসানাকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পথে গোদাগাড়ীতে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ দাস জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে।
বিজ্ঞাপন
জাহাঙ্গীর আলম/আরএআর