কৌশলে অর্থ হাতিয়ে নিতে টার্গেট বয়স্ক মানুষ
হাসান মোল্লা
ব্যাংক থেকে অর্থ উত্তোলনকারী বয়স্কদের টার্গেট করে অর্থ হাতিয়ে নেওয়াই ছিল হাসান মোল্লার (৪০) কাজ। তিনি বয়স্ক এসব মানুষের কাছ থেকে সুকৌশলে দীর্ঘ দিন ধরে হাতিয়ে নিয়ে আসছিলে নগদ অর্থ। তবে এবার আর রক্ষা পাননি তিনি।
মাগুরা সদরে সোনালী ব্যাংক থেকে সবিতা রানী (৬২) নামে এক নারীকে নিয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে স্থানীয়রা হাসান মোল্লাকে ধরে ফেলেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। মাগুরা সদর থানা পুলিশ ওই প্রতারককে আটক করে থানায় নিয়ে যায়।
বিজ্ঞাপন
শুক্রবার (২৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন। হাসান জেলার মহম্মদপুর উপজেলার কোমরপুর গ্রামের মৃত মাজেদ মোল্লার ছেলে।
ওসি জয়নাল আবেদিন বলেন, বৃহস্পতিবার (২৫ মার্চ) মাগুরা সোনালী ব্যাংক থেকে সবিতা রানী (৬২) নামে এক নারী তার বেতনের টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলনের পর সবিতা রানী ব্যাংকের সামনে এমআর রোডে দাঁড়ালে প্রতারক হাসান তার সঙ্গে কৌশলে সখ্যতা গড়ে তোলেন।
বিজ্ঞাপন
জয়নাল আবেদিন আরও বলেন, একপর্যায়ে তাকে নিয়ে মোটরসাইকেলযোগে কলেজপাড়া রোড দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ওই নারী তার চালাকি বুঝতে পেরে ডাক-চিৎকার শুরু করেন। নারীর চিৎকারে পথচারীরা প্রতারক হাসানকে ধাওয়া দিয়ে আটকে ফেলে। এরপর তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
ওসি বলেন, পুলিশ আসামির দেহ তল্লাশি করে স্বর্ণের আংটি, নগদ ৪ হাজার ৬০০ টাকা ও মোটরসাইকেল উদ্ধার করে। হাসান প্রতারণার মাধ্যমে মানুষকে নাজেহাল করে আসছিল। পেনশন ভাতা উত্তোলনকারীরাই তার মূল টার্গেট। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা করা হয়।
মোহাম্মদ মিলন/এমএসআর