পুলিশের বাধায় ঝিনাইদহে অবস্থান কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। দেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার (৮ জুন) সকালে শহরের বিদ্যুৎ অফিসের পাশে তসলিমা ক্লিনিকের সামনে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। সেখান থেকে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নিতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশি বাধায় সেখানেই বিক্ষোভ সমাবেশ করেন তারা। 

এতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু প্রমুখ বক্তব্য দেন। 

সমাবেশে সরকারের ব্যর্থতার কারণে বিদ্যুতের এই ভয়াবহ পরিস্থিতি উল্লেখ করে সরকারকে পদত্যাগ করার দাবি জানান তারা। দ্রুত বিদ্যুতের সমস্যার সমাধান না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ। 

সমাবেশ শেষে মিছিল নিয়ে বিদ্যুৎ অফিসে স্বারকলিপি দিতে গেলে তাতেও বাধা দেয় পুলিশ। পরে বিএনপির কয়েকজন প্রতিনিধি গিয়ে স্মারকলিপি দেন। 

ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল মজিদ বিশ্বাস ঢাকা পোস্টকে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি এবং স্মারকলিপি দেওয়ার কথা ছিল। জেলা বিএনপি অবস্থান কর্মসূচি পালন করতে গেলে সরকারের পুলিশ বাহিনী আমাদেরকে বাধা দেয়। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাহিনী বাধা দিয়ে আন্দোলনকে প্রতিহত করতে চেয়েছে। পুলিশ বাহিনী দিয়ে এই আন্দোলনকে থামানো যাবে না। পুলিশের বাধা অপেক্ষা করেই বিক্ষোভ মিছিল ও বিদ্যুৎ অফিসে স্মারকলিপি দেওয়া হয়েছে।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, বিএনপির নেতাকর্মীরা ব্যস্ততম সড়কটি অবরোধ করে বিক্ষোভ মিছিল করছিল। সড়ক অবরোধ করে তারা যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা সাধারণ পথচারীদের ভোগান্তি সৃষ্টি করতে না পারে এজন্য সড়ক অবরোধ করতে বাধা দেওয়া হয়েছে। এছাড়া তাদের কর্মসূচিতে কোনো বাঁধা দেওয়া হয়নি। পরে তারা বিক্ষোভ মিছিল করেছে এবং বিদ্যুৎ অফিসে স্মারকলিপি দিয়েছে। 

আব্দুল্লাহ আল মামুন/আরএআর