কক্সবাজার নির্বাচন
নির্বাচনের ১০ ঘণ্টা আগে রাশেদের প্রার্থিতা বাতিলের আবেদন
আজ ১২ জুন অনুষ্ঠিত হবে কক্সবাজার পৌরসভা নির্বাচন। নির্বাচন শুরু ১০ ঘণ্টা আগে রির্টানিং অফিসার বরাবর স্বতন্ত্র প্রার্থী মাসেদুল হক রাশেদের সম্পদ বিবরণীসহ নানা তথ্য গোপন এবং মিথ্যা তথ্য দেওয়ার কারণে মনোনয়ন পত্র তথা প্রার্থিতা বাতিলের আবেদন করা হয়েছে।
রোববার (১১ জুন) রাতে মাশেকুর রহমান বাবু নামে এক ব্যক্তি এ আবেদন করেন।
বিজ্ঞাপন
আবেদনে বলা হয়, নির্বাচনী হলফনামায় মাসেদুল হক রাশেদ এসএসসি পাস না করা সত্বেও এসএসসি পাস উল্লেখ করেছেন। পাশাপাশি সম্পদ বিবরণীতে ৫০ লাখ টাকার সম্পদ আছে উল্লেখ করলেও প্রকৃত পক্ষে রাশেদের ব্যাংক তহবিলে মজুদ অর্থ, স্বর্ণালংকারসহ ৩০ কোটি টাকা মূল্যের সম্পদ যেমন, ভূসম্পদ পেট্রোল পাম্প, বরফ মিল, যান্ত্রিক বোর্ড, বিলাস বহুল গাড়ি ইত্যাদি মিলে প্রায় ১০০ কোটি টাকার সম্পদ রয়েছে।
আবদেনকারী বাবু জানান, তার কাছে থাকা প্রমাণাদী তদন্ত এবং শুনানিকালে উপস্থাপন করবেন বলে আবেদনে উল্লেখ করেছেন। এছাড়া একই সঙ্গে মোহাজের পাড়ার বাসিন্দা মাহমুদুল করিম মাদু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে মেয়র প্রার্থী মাশেদুল হক রাশেদের প্রার্থিতা বাতিলের জন্যও আবেদন করেন। কক্সবাজার পৌরসভা নির্বাচন ২০২৩ এর রির্টানিং কর্মকতা দুজনের আবেদন গ্রহণ করেন।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডে মোট কেন্দ্র ৪৩টি। কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডের ভোটার সংখ্যা ৯৫ হাজার ৩৮৬। নির্বাচনে ১২টি ওয়ার্ডে ১৫ ম্যাজিস্ট্রেট,৭ প্লাটুন বিজিবি, ১২টি র্যাব টিম, ৭৯০ জন পুলিশ দায়িত্ব পালন করবেন।
সাইদুল ফরহাদ/আরকে