বিএনপি নেতার ছেলের ইটের আঘাতে ছাত্রলীগ নেতা আহত!
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আমির হামজা (২১) নামের এক ছাত্রলীগ নেতাকে ইটের আঘাতে আহত হয়েছেন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
রোববার (১১ জুন) রাত ৯ টার দিকে চর কিং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্যম শুল্যকিয়া ভুঁইয়া মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। বিএনপি নেতা সাইফুল ইসলাম ওরফে আক্তারের ছেলে তারেকের বিরুদ্ধে হামজাকে ইট দিয়ে মেরে আহত করা অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
আহত আমির হামজা চর কিং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্যম শুল্যকিয়া গ্রামের আবু বকর হাজীর বাড়ির আশরাফ আলীর ছেলে। তিনি হাতিয়া উপজেলা ছাত্রলীগের উপ সম্পাদক পদে রয়েছেন।
আমির হামজার বড় ভাই শরিফ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, বিএনপি নেতা সাইফুল ইসলাম ওরফে আক্তারের ছেলে তারেক আমার ভাইকে ইটের আঘাতে মারাত্মক জখম করে। তার মাথায় ৫টায় সেলাই দেওয়া হয়েছে। সে চিকিৎসকের তত্ত্বাবধানে আছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
বিজ্ঞাপন
আহত আমির হামজা ঢাকা পোস্টকে বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যে বিএনপি নেতার ছেলে তারেক পুরো একটা ইট দিয়ে আঘাত করে। মাথায় পুরো ইট লাগলে আমি আর বাঁচতে পারতাম না। ইটের কোনা লাগায় আল্লাহর রহমতে বেঁচে আছি তবে মারাত্মক জখম হয়েছি। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ বিভাগে ভর্তি আছি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাসিব আল আমিন/আরকে