আ.লীগে এখনো মোশতাকের মতো লোকেরা আছে : কাদের মির্জা
মেয়র আবদুল কাদের মির্জা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, খন্দকার মোশতাকের মতো লোকেরা আওয়ামী লীগে এখনো আছে, তারা নেত্রীর (শেখ হাসিনা) আশেপাশে ঘুরাফেরা করে। নিজেদের স্বার্থের জন্য তারা নেত্রীকে হত্যা করবে। এই কথাটা আমি আগেও বলেছি এবং বারবার বলবো।
শনিবার (২৭ মার্চ) দুপুরে ফেসবুক লাইভে এসে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
কাদের মির্জা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন উপলক্ষে হেফাজতসহ একটা সাম্প্রদায়িক গোষ্ঠী এবং তথাকথিত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নামধারী কিছু সংগঠন সারাদেশে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও পোড়াওসহ নানা ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ। প্রতিবেশী দেশ হিসেবে অনেক সমস্যা থাকতে পারে। সমস্যা নিরসনের জন্য এক দেশের রাষ্ট্রপ্রধান অন্য দেশে যেতেই পারেন। আমি মনে করি এটা ইসলামেও আছে।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। বসুরহাট পৌরসভায় দ্বিতীয় মেয়াদে গত ডিসেম্বরে নির্বাচনের আগে বিভিন্ন ইস্যুতে কথা বলে আলোচনায় আসেন তিনি। স্থানীয় রাজনীতির বিভিন্ন ইস্যুতে দলীয় প্রতিপক্ষের সঙ্গে তার বিরোধের ঘটনায় গত এক মাসে দুটি পৃথক সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এসব ঘটনায় একাধিক মামলাও করা হয়েছে।
হাসিব আল আমিন/আরএআর