ছেড়ে দেওয়া হলো ঢাকামুখী লেন, কমতে শুরু করেছে যানজট
ঈদে গ্রামে ফেরার জন্য একযোগে বাসা ছেড়েছে শিল্পাঞ্চল আশুলিয়ার পোশাক শ্রমিকরা। ফলে সৃষ্টি হয়েছে যানজট। তবে এই যানজট নিরসনে মহাসড়কের দুই লেনই ছেড়ে দেওয়া হয়েছে। ফলে কিছুটা হলেও নিরসন হয়েছে যানজট।
মঙ্গলবার (২৭ জুন) যানজট নিরসনে সন্ধ্যা সাতটার পর বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত ঢাকাগামী লেনটিও ছেড়ে দেওয়া হয়। এ কারণে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে গাড়ির জট খুলতে শুরু করেছে।
বিজ্ঞাপন
ঘরমুখী যাত্রীরা জানায়, ঘণ্টার পর ঘণ্টা আব্দুল্লাহপুর বাইপাইল সড়কে বাসের ভেতরে বসে ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ গাড়ি চলতে শুরু করে। আসলে আমরা ভেবেছি যানজট খুলেছে। কিন্তু পরে দেখি ঢাকাগামী লেনটি ছেড়ে দেওয়া হয়েছে। এমন সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। ঘণ্টার পর ঘণ্টা ধরে বসে থেকে আমরা ধৈর্য হারা হয়েছিলাম। এখন যানবাহন চলাচল শুরু হয়েছে। আশা করি যানবাহন চলাচলের ধারা অব্যাহত থাকবে।
এ ব্যাপারে ঢাকা উত্তর ট্রাফিক পুলিশের অ্যাডমিন হোসেন শহীদ চৌধুরী বলেন, যানবাহনের চাপ কমাতে আমারা নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত ঢাকামুখী লেনটিও চন্দ্রামুখী গাড়ির জন্য ছেড়ে দিয়েছি।
বিজ্ঞাপন
মাহিদুল মাহিদ/এমএএস