মুন্সীগঞ্জের মহাসড়কে থেমে থেমে যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার ১৩ কিলোমিটার এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। জামালদী মেঘনা সেতু থেকে বাউশিয়া পাখির মোড় পর্যন্ত ধীর গতিতে চলছে যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছে ঈদে ঘরমুখো মানুষ। ভোগান্তি মাথায় নিয়েই পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছুটছে মানুষ। মঙ্গলবার (২৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।
ভবেরচর এলাকায় কুমিল্লাগামী যাত্রীসেবা বাসের চালক মাসুম মিয়া বলেন, জামালদীর পর থেকে ভবেরচর পর্যন্ত থেমে থেমে গাড়ি নিয়ে আসতে হয়েছে। যানবাহনের চাপের কারণে একটু একটু করে যেতে হচ্ছে।
বিজ্ঞাপন
সৌদিয়া পরিবহনের যাত্রী আনোয়ার হোসেন বলেন, পরিবার নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছি। ঢাকা থেকে দুপুর দেড়টার দিকে দাউদকান্দি বাড়ির উদ্দেশ্য রওনা দিয়েছি। পথে জামালদী থেকে ভবেরচর আসতেই আধাঘণ্টার ওপর লেগেছে।
ভবেরচর এলাকার কামাল হোসেন বলেন, বিভিন্ন এলাকা থেকে ঘরমুখো মানুষ ভবেরচর এলাকায় এসে জড়ো হয়েছেন। এ কারণে এখানে যানবাহন এবং মানুষের চাপ সব সময় লেগেই আছে।
বিজ্ঞাপন
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসএম রাশেদুল ইসলাম বলেন, একদিকে যানবাহনের চাপ, অপরদিকে ভবেরচর পশুর হাটে যাতায়াত ও ট্রাক থেকে পশু নামানোর কারণে ধীরগতিতে চলছে যানবাহন। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।
ব.ম শামীম/আরএআর