ভারত থেকে ফেরার সময় পাসপোর্টধারী যাত্রীদের পিসিআর ভিত্তিক করোনা মুক্ত সনদ থাকলে হোম কোয়ারেন্টাইনে থাকার সুযোগ পাবেন বলে জানিয়েছেন ইমিগ্রেশন পুলিশ। তবে যাদের সনদ থাকবে না বা শরীরে করোনার উপসর্গ থাকবে তাদের নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। ১৪ দিন শেষে করোনা সংক্রমণ মুক্ত হলে বাড়ি যেতে পারবেন।

মঙ্গলবার (৩০ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব।
তিনি জানান, ভারত থেকে আসা  ইউরোপ বা আমেরিকার পাসপোর্টধারী যাত্রীদের করোনা উপসর্গ থাকুক বা না থাকুক তাদেরকে বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে।

এর আগে মঙ্গলবার সকালে এক চিঠিতে বলা হয় ভারত ফেরত প্রত্যেককে বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখতে হবে। পরে ওইদিন বিকেলে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ ও  উপজেলা প্রশাসনের সাথে বৈঠকে নতুন করে হোম কোয়ারেন্টাইন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের বিষয়ে সিদ্ধান্ত হয়। 

ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার  উৎপলা বিশ্বাস জানান, ভারত থেকে করোনা পজেটিভ যাত্রী দেশে ফিরছেন। কিন্তু বেনাপোল ইমিগ্রেশনে আসার পর তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়ার জন্য ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের নিজস্ব কোন পরিবহন নাই। স্থানীয় যানবাহনগুলো করোনা আক্রান্ত রোগী বহন করতে চায়না। এক্ষেত্রে জরুরী ভাবে রোগীদের বহনের জন্য সরকারের কাছে পরিবহন ব্যবস্থার দাবি জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।

ইমিগ্রেশন সূত্রে জানায়,  মঙ্গবার ভারত থেকে ফিরছেন ৫৮৫ জন পাসপোর্টধারী, এদের মধ্যে ১৪২ জন  ছিলেন ভারতীয় নাগরীক। আর ভারতে প্রবেশ করেছেন ৭৮৪ জন যাত্রী। তবে যারা যাতায়াত করেছেন তাদের কারো শরীরে করোনার কোনো উপসর্গ পাওয়া যায়নি। বর্তমানে যারা ভারতে যাচ্ছেন তাদের ৭২ ঘন্টার মধ্যে করোনা নেগেটিভ সনদ লাগবে।

ফেরার পথেও ভারত থেকে এধরণের সনদ আনতে হচ্ছে। বর্তমানে যারা ভারতে যাতায়াত করছেন তাদের মধ্যে ৯৫ শতাংশ  যাচ্ছেন চিকিৎসার জন্য। ট্যুরিস্ট ভিসা এখন পর্যন্ত চালু হয়নি।

আতাউর রহমান/এমআইএইচ