গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে জুথী আক্তার (২০) নামে এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জুথী আক্তার কুষ্টিয়া জেলার সদর থানার চর মিলপাড়া গ্রামের জিন্নাহ্ রহমানের মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাজবাড়ী সদর থানার নিভা কেষ্টপুর পাংশা গ্রামের মোকসেদ আলীর ছেলে সাগর আলী শেখের সঙ্গে এক বছর আগে জুথী আক্তারের বিয়ে হয়। বিয়ের পর জুথী স্বামীর সঙ্গে কোনাবাড়ী হাউজিং এলাকায় আমিনুল মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। সেখানকার একটি পোশাক কারখানায় চাকরি করতো সে।

বুধবার রাত ১টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে জুথী। তার স্বামী সাগর জুথীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী সাগর আলী শেখ পুলিশ হেফাজতে রয়েছে। তবে পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিহাব খান/এমআইএইচ