করোনা পরিস্থিতির কারণে আবারো লকডাউন ঘোষণায় উৎকণ্ঠায় আছে সুনামগঞ্জের ব্যবসায়ীরা। এমনিতেই আগের লকডাউনে দোকান ভাড়া বাকি পড়েছে। ব্যবসা বন্ধ থাকলে দোকান ভাড়া দেবেন কীভাবে,এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী মো. তৈয়বুর রহমান বলেন, আগের লকডাউনের ক্ষতি কাটিয়ে উঠতে পারিনি। ৬ মাসের দোকানভাড়া বকেয়া আছে। আবারও লকডাউন। দোকান বন্ধ রাখলেও মালিককে ভাড়া তো ঠিকই দেওয়া লাগে। তিনি বলেন, বাসা ভাড়া আছে। পরিবারের খরচ আছে।

ব্যবসায়ী মিজানুর রহমান মিজান বলেন, সরকারের নির্দেশনা আমরা মানবো। আমাদের কে ক্ষতিপূরণ দেওয়া হোক।

সুরমা মাকেটের তৈরি পোশাক বিক্রেতা মালিক সমিতির সাধারণ সম্পাদক বিমল বণিক ঢাকা পোস্টকে বলেন, স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা।

সুনামগঞ্জ চেম্বার অফ কমার্স’ এর পরিচালক এনামুল হক ঢাকা পোস্টকে বলেন, যদিও আমাদের ব্যবসায়ীদের অনেক লোকসান ঘুনতে হবে। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা আমাদের মানতে হবে। করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।

সাইদুর রহমান আসাদ/ এমআইএইচ