খুলনায় করোনা আক্রান্ত আরও দুইজনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ছাড়া শনিবার (৩ এপ্রিল) রাতে খুমেক হাসপাতালের ল্যাবে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।

খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন, নগরীর সোনাডাঙ্গা এলাকার আশরাফুল আলম (৫৫) ও মোড়লগঞ্জ উপজেলার কালিকা বাড়ি এলাকার রফিকুল ইসলাম (৬৪)।

জানা গেছে, রোববার (৪ এপ্রিল) সকাল ৮টায় করোনা আক্রান্ত আশরাফুল আলম (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি নগরীর সোনাডাঙ্গা এলাকার আবুল কাশেমের ছেলে। ৩০ মার্চ করোনা পজিটিভ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

এর আগে, শনিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে রফিকুল ইসলাম (৬৪) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি মোড়লগঞ্জ উপজেলার কালিকা বাড়ি এলাকার কেরামত আলীর ছেলে। শনিবার দুপুরে খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়ে রাতে মারা যান তিনি।

এ নিয়ে ২৪ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১০ জন রোগীর মৃত্যু হলো। এদিকে শনিবার রাতে খুমেক হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষায় ৩০ জনের করোনা পজিটিভ এসেছে ।

ল্যাবের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজের দেওয়া তথ্য অনুযায়ী, খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৮৮ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ১১৭ জন খুলনা মহানগরী ও জেলার। এর মধ্যে ৩০ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ২৬ জন, বাগেরহাটের ১ জন, যশোরের ২ জন ও পিরোজপুরের ১ জন রয়েছে।

মোহাম্মদ মিলন/এসপি