রাজশাহীর এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে এবার কিশোরগঞ্জে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। পুলিশের আবেদনের প্রেক্ষিতে সোমবার (৪ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাশিদুল আমিন শুনানি শেষে এ আদেশ দেন।

গত ২৪ মে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার দেখানো হলো। তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় আগামীকাল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ সদর আদালতে তার জামিন শুনানি হবে বলে জানা গেছে।

সোমবার সকাল সোয়া ১০টায় আবু সাঈদ চাঁদকে কড়া পুলিশ পাহারায় কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় আনা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলত-৫ এর বিচারক রাশিদুল আমিনের আদালতে তোলা হলে তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

এর আগে রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে রাজশাহী কারাগার থেকে কিশোরগঞ্জ কারাগারে আনা হয়। আদালতে তাকে আনার পর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীকে আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। 

আদালত সূত্রে জানা গেছে, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির রাজনৈতিক সমাবেশে আবু সাঈদ চাঁদ ‘আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে’- এমন মন্তব্য করেন। এ ঘটনায় ২৫ মে রাজশাহীর পুলিশ চাঁদকে গ্রেপ্তার করে। এরপর থেকে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একের পর এক মামলা হতে থাকে।

সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর আইনজীবী ও কিশোরগঞ্জের দ্রুত বিচার আদালতের এপিপি অ্যাডভোকেট আতিকুল হক বুলবুল জানান, মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার মামলায় আবু সাঈদ চাঁদকে সোমবার কিশোরগঞ্জ আদালতে হাজিরের ধার্য তারিখ ছিল। তাই তাকে আদালতে হাজির করা হয়েছিল। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট জালাল উদ্দীন জানান, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ সদর আদালতে আবু সাঈদ চাঁদের মামলার শুনানি হবে। আমরা জামিন আবেদন করবো। আশা করি আইন অনুযায়ী তাকে জামিন দেওয়া হবে। দেশের প্রচলিত আইন অনুযায়ী একটি ঘটনায় একটার বেশি মামলা হতে পারে না। কিন্তু তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় একই ঘটনায় ২৬টি মামলা হয়েছে। আমরা শুনেছি আরও কিছু জায়গায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি বলেন, হাইকোর্টের আদেশ আছে এক ব্যক্তিকে একাধিক মামলায় এক বিষয়ে গ্রেপ্তার দেখানো যায় না। কিন্তু এখন এটা মানা হচ্ছে না। প্রত্যেক জায়গাতেই নেওয়া হচ্ছে, নিয়ে রিমান্ড চাওয়া হচ্ছে। আবু সাঈদ চাঁদ বয়স্ক ও অসুস্থ মানুষ। তার একটি কিডনি নষ্ট, তারপরও তাকে কোনো ধরনের আইনি সুযোগ দেওয়া হচ্ছে না।

আরএআর