লকডাউনে অসহায় মানুষকে খাবার দিল তরুণরা
করোনাভাইরাসের কারণে লকডাউন ঘোষণার প্রথমদিনে টাঙ্গাইলে নিম্নআয় ও রাস্তায় থাকা অসহায় মানুষজনের কাছে খাবার পৌঁছে দিয়েছে তরুণরা।
সোমবার (৫ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল পৌর এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদের জন্য ফাউন্ডেশনের সদস্যরা লকডাউনে সব বন্ধ থাকায় বিপাকে পড়া এসব নিম্ন ও রাস্তায় থাকা মানুষদের খুঁজে খুঁজে খাবার বিতরণ করা হচ্ছে।
বিজ্ঞাপন
নিজেরাই খাবার তৈরি করে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা শহরে ঘুরে ঘুরে ভিখারি, ছিন্নমূল ও রাস্তায় থাকা পাগলসহ নিম্নআয়ের মানুষের মাঝে খাবার পৌঁছে দিচ্ছে।
বুয়েটিয়ান ইনভেস্টমেন্ট নেটওয়ার্ক ফাউন্ডেশনের দাতাদের সহযোগিতায় দুস্থদের খাবার আয়োজন পুরো বছর জুড়েই চলবে বলে জানিয়েছেন শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক সজিব খান।
বিজ্ঞাপন
ফাউন্ডেশনের পরিচালক ইশরাত সীমা বলেন, লকডাউনে রাস্তায় থাকা কুকুর বিড়ালের জন্যও প্রতিদিন খাবার আয়োজন করব আমরা।
শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ ঢাকা পোস্টকে বলেন, গতবারের মতো এবারও আমরা লকডাউনের পুরো সময়টায় মানুষের পাশে থেকে তাদের মুখে খাবার তুলে দেব। হোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকায় রাস্তায় থাকা এসব মানুষেরা অভুক্ত থেকে যাবে। বিশেষ করে যারা ভিক্ষা করে এবং পাগল তারা অন্যের বেঁচে যাওয়া খাবার বা দান করা খাবারই খান। এবার সেই সুযোগ নেই।
তিনি আরও বলেন, গত বছর প্রায় ৪ মাস মানুষের মাঝে খাবার বিতরণ করেছে শিশুদের জন্য ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।
এমএএস