আট পা নিয়ে জন্মানো ছাগলের বাচ্চা

বাগেরহাটের ফকিরহাটে আট পা নিয়ে একটি ছাগলের বাচ্চার জন্ম হয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) ভোরে ফকিরহাট উপজেলার পাগলা-শ্যামনগর গ্রামের মিজান শেখের একটি ছাগল এই বাচ্চাটি প্রসব করে। তবে জন্মের কিছুক্ষণ পরেই বাচ্চাটি মারা যায়।

ছাগলের মালিক মিজান শেখ বলেন, মঙ্গলবার ভোরে আমার একটি ছাগল দুইটি বাচ্চা জন্ম দেয়। এর মধ্যে একটি বাচ্চা স্বাভাবিক এবং অন্য বাচ্চাটি আটটি পা নিয়ে জন্মায়। আট পা ছাগলের বাচ্চা দেখে আমরা অবাক হয়েছি। জন্মের দুই ঘণ্টা পর বাচ্চাটি মারা গেছে।

আট পায়ের ছাগলের বাচ্চাটি দেখার জন্য মঙ্গলবার সকাল থেকে মানুষের ভিড় ছিল মিজান শেখের বাড়িতে।

ফকিরহাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পুস্পেন কুমার সিকদার বলেন, বিষয়টি আমার জানা নেই। এখানে খোঁজ নেওয়ার মতো জনবলও নেই।

তানজীম আহমদে/ এমআইএইচ/জেএস