জ্ঞান ফিরেছে রিফাতের

মেহেরপুরের সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামে রাসনা ও ওরস্যালাইন খেয়ে একই পরিবারের পাঁচ সদস্য জ্ঞান হারিয়েছেন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন।

আহত ব্যক্তিরা হলেন মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের মৃত আরশেদ সর্দারের ছেলে সিরাজুল ইসলাম (৫০), তার স্ত্রী রেবেকা খাতুন (৪০), তার দুই সন্তান মৌসুমী (২৬) ও রিফাত (১৪) এবং মৌসুমীর ছেলে শানজিম (৮)।

প্রতিবেশীরা জানান, বৃহস্পতিবার রাতে ওরস্যালাইন ও রাসনা শরবত গুলিয়ে পরিবারের সদস্যরা পান করেন। কিছুক্ষণ পর হঠাৎ তারা সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরে স্থানীয় ব্যক্তিরা খবর পেয়ে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

অজ্ঞান হয়ে আছেন সিরাজুল ইসলাম

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রিফাতের জ্ঞান ফিরলে সে ঢাকা পোস্টকে বলে, বৃহস্পতিবার রাতে বাড়ির পাশের মুদি দোকান (মেহেরাজের দোকান) থেকে ওরস্যালাইন ও রাসনা কিনে নিয়ে আসে শিশু শানজিম। রাতেই পরিবারের সদস্যরা তা পান করেন। কিছুক্ষণ পর মাথা ঝিনঝিন করে জ্ঞান হারিয়ে যায় সবার। এর মধ্যে শানজিম ও মৌসুমী খাতুনের কয়েকবার বমি হলে তাদের জ্ঞান ফেরে।

তবে প্রতিবেদন লেখা পর্যন্ত বাকিদের জ্ঞান ফেরেনি।

বলিয়ারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনোয়ার হোসেন বলেন, রাতে শরবত-জাতীয় কিছু খেয়ে একই পরিবারের পাঁচজন সদস্য অসুস্থ হয়ে পড়েছে বলে শুনেছি। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, এটা স্পষ্ট নয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহাবুব ই খোদা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্য বিষক্রিয়ার কারণেই এ ঘটনা ঘটতে পারে। প্রাথমিক চিকিৎসা শেষে এখন তাদের ভর্তি করা হয়েছে।

মুস্তাফিজুর রহমান/এনএ