বরিশালে ৫ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত শতাধিক
শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রোগীরা
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ১০২ জনের করোনা পজিটিভ এসেছে। একই সময়ে মৃত্যু হয়েছে পাঁচজনের। এর মধ্যে করোনা পজিটিভ ছিলেন দুজন। বাকি তিনজনের রিপোর্ট এলে জানা যাবে তারা করোনায় আক্রান্ত ছিলেন কি না।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড সূত্রে এই তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, নতুন করে আক্রান্ত হয়েছেন ১০২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ২৫০ জনে দাঁড়াল। এর মধ্যে বরিশাল জেলায় নতুন ১৪ জন নিয়ে ৫ হাজার ৫৬১ জন, পটুয়াখালীতে নতুন ১৫ জনসহ ১ হাজার ৮৯৪ জন, ভোলায় নতুন ১৮ জনসহ ১ হাজার ৩০৩ জন, পিরোজপুরে নতুন ১৭ জনসহ ১ হাজার ৩৬৬ জন, বরগুনায় নতুন ১৩ জনসহ ১ হাজার ১২২ জন এবং ঝালকাঠিতে নতুন ২৫ জনসহ ১ হাজার চারজন।
গত ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ২০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ১০ হাজার ৭৬৭ জন।
বিজ্ঞাপন
করোনায় মারা যাওয়া দুজনের মধ্যে পটুয়াখালীর বাউফল উপজেলার ৬৫ বছরের শামসুল হক পটুয়াখালী জেনারেল হাসপাতালের মারা যান। আরেকজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যান। তার নাম দেলোয়ার হোসেন। ৮২ বছরের দেলোয়ারের বাসা সিটি করপোরেশনের নিউ সার্কুলার রোডে।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১২৭ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৩৫ জনের করোনা পজিটিভ। আইসোলেশনে আছেন ৯২ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ জন রোগী ভর্তি হয়েছেন। ২২ জনকে ছাড়পত্র দেওয়া হয়।
দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, শুক্রবার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে তিনজন এবং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়।
সৈয়দ মেহেদী হাসান/এএম/জেএস