সিলেটে চলছে ‘শান্তিপূর্ণ হরতাল’, সড়কে পুলিশের অবস্থান
রাজধানীতে মহাসমাবেশে দলীয় নেতাকর্মীর ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে দেশজুড়ে রোববার সকাল-সন্ধ্যা ‘শান্তিপূর্ণ হরতাল’ এর ডাক দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। পরে জামায়াতে ইসলামী বাংলাদেশও আলাদাভাবে হরতাল পালনের ঘোষণা দেয়।
রোববার (২৯ অক্টোবর) সকাল ৬টা থেকে হরতাল শুরু হলেও সিলেটে এ কর্মসূচির সমর্থনে দুদলের কোনো নেতাকর্মীদের তৎপরতা দেখা যায়নি। তবে নগরীর প্রতিটি পয়েন্টে ও গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
এদিকে হরতালে সিলেট বাস টার্মিনাল থেকে দূরপাল্লার যানবাহন আপাতত চলাচল বন্ধ থাকলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া নগরীর ভেতর ও বাইরের সড়কগুলোতে ছোট-বড় সব ধরনের যানবাহনই চলতে দেখা গেছে।
বিজ্ঞাপন
হরতালের নামে সড়কে নৈরাজ্য করলে পুলিশ ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার মো. ইলিয়াস শরীফ ইলিয়াছ।
ঢাকা পোস্টকে তিনি বলেন, পুলিশের কাজ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। কেউ যদি কোনো ধরনের নাশকতার চেষ্টা করেন, অগ্নিসংযোগ করার চেষ্টা করেন, তাদের প্রতিহত করতে সিলেট মহানগর পুলিশ প্রস্তুত আছে। আমাদের পুলিশের বিভিন্ন টিম জনগণের নিরাপত্তায় কাজ করছে।
প্রসঙ্গত, আজ (রোববার) সারা দেশে সকাল-সন্ধ্যা ‘শান্তিপূর্ণ হরতাল’ এর ডাক দিয়েছে বিএনপি ও জামায়াত। শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের পর হরতালের ডাক দেয় বিএনপি। পরে জামায়াতও হরতালের ঘোষণা করে।
মাসুদ আহমদ রনি/এমএসএ