বিএনপির ডাকা সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালে পটুয়াখালীতে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দূরপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।

বিএনপির ডাকা জনসমাবেশে গতকাল শনিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপি রোববার সকাল-সন্ধ্যা এই হরতালের ডাক দেয়। বিএনপির পর জামায়াতে ইসলামী ও আজ রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।

এদিকে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়, হরতালের সমর্থনে কোনো বিএনপি জামায়াতের নেতাকর্মী রাস্তায় নামলে তাদের শক্তহাতে দমন করা হবে। গতকাল সন্ধ্যায় হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও দেশীয় অস্ত্র নিয়ে মোটরবাইকে করে শোডাউন করতে দেখা গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের।

পটুয়াখালী শহরে চলাচলের জন্য ছোট যানবাহনগুলো আগের চেয়ে কম দেখা যাচ্ছে। সপ্তাহের প্রথমদিন থাকায় অফিসগামী মানুষের কিছুটা সমস্যায় পড়তে হয়েছে। আজ সকালে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে।

পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. রিয়াজ মৃর্ধা বলেন, আমাদের পটুয়াখালী থেকে সব ধরনের যানবাহন চলাচল করছে। কোনো ধরনের সমস্যা নেই।

পটুয়াখালী সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জসিম জানান, জনসাধারণের জানমাল রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তায় পুলিশ কাজ করছে।  

মাহমুদ হাসান রায়হান/এএএ