বরিশালের হিজলা উপজেলায় পুলিশের ভয়ে পালাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মৌলভীরহাটে শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, করোনা প্রতিরোধে লকডাউন কার্যকর করতে মৌলভীরহাটে মহড়া দিচ্ছিল পুলিশ। এ সময় আড্ডাবাজদের ছত্রভঙ্গ করতে ‘ধর ধর’ বলে ধাওয়া দিলে পালাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে কৃষকের মৃত্যু হয়।

মারা যাওয়া কৃষকের নাম শামসুল হক সরদার বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ইব্রাহিম মোল্লা। তিনি বলেন, সন্ধ্যায় হিজলা থানা পুলিশের উদ্যোগে গুয়াবাড়িয়ায় করোনা প্রতিরোধে মোটরসাইকেলে মহড়া দেওয়া হয়। মৌলভীরহাটেও মহড়া দেয় পুলিশ। পুলিশ মহড়া দেওয়ার সময় শুনি সরদার বাড়ির শামসুল হক মারা গেছেন। স্থানীয়রা জানালেন পুলিশের মহড়া দেখে ভয়ে পালাতে গিয়ে আতঙ্কে মারা গেছেন।

হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. শাহারাজ হায়াত জানিয়েছেন, ৫৫ বছর বয়সী ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে আমার ধারণা। শুধু যে ভয়ে হৃদরোগে আক্রান্ত হয় তা নয়, নানা কারণে মানুষ হৃদরোগে আক্রান্ত হয়।

শামসুল হকের ভাই রতন বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ নেই আমাদের। শামসুল হকের হায়াত ওই পর্যন্ত ছিল। রোববার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তরিকুল ইসলাম বলেন, করোনা প্রতিরোধে সচেতনতায় নিয়মিত মহড়া দিচ্ছে পুলিশ। তারই অংশ হিসেবে মৌলভীরহাটেও মহড়া দেয় পুলিশ। কিন্তু সেখানে কোনো ধরনের আতঙ্ক সৃষ্টি করা হয়নি যে, কেউ পুলিশের আতঙ্কে মৃত্যুবরণ করবে। 

সৈয়দ মেহেদী হাসান/এএম/এইচকে