বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল

বগুড়ার আদমদীঘিতে শাশুড়ি বকাঝকা করায় অভিমানে তাহমিনা খাতুন (২৬) নামের এক গৃহবধূ বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন।

এ ঘটনায় সোমবার (১২ এপ্রিল) সকালে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তাহমিনা উপজেলার নশরতপুর ইউপির ডুমরিগ্রামের বাসিন্দা ও মালয়েশিয়াপ্রবাসী জালাল উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও গ্রামবাসী জানায়, প্রায় চার বছর আগে স্ত্রী তাহমিনা খাতুনকে উপজেলার ডুমরিগ্রামে মায়ের কাছে রেখে মালয়েশিয়ায় চলে যান জালাল উদ্দিন। এরপর থেকে নানা বিষয়ে শাশুড়ির সঙ্গে তাহমিনার ঝগড়া লেগেই থাকত। রোববার বিকেলে তাহমিনা বাজার থেকে বাড়ি ফিরতে দেরি হওয়ায় শাশুড়ি বকাঝকা করেন।

সন্ধ্যায় অভিমানে তাহমিনা বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হন। তাকে উদ্ধার করে আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

সাখাওয়াত হোসেন জনি/এএম