ডোবার কাছে পড়ে ছিল শিশু মাইশার মরদেহ

রংপুরে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের ডোবা থেকে সাড়ে চার বছরের শিশু মাইশা আখতারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। 

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) অতিরিক্ত উপকমিশনার (অপরাধ) শহিদুল্লাহ কাওছার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মাইশা আখতার রংপুর নগরের ১৪ নম্বর ওয়ার্ডের বড়বাড়ি সরকারপাড়া গ্রামের মনোয়ার হোসেন মিস্ত্রির মেয়ে। সে স্থানীয় একটি স্কুলে শিশু শ্রেণিতে পড়ছিল।

শিশুটির চাচা আনোয়ার হোসেন বলেন, সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর মাইশার কোনো খোঁজ না পেয়ে এলাকায় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মাইকিং করা হয়। মঙ্গলবার বাড়ি থেকে তিনশ গজ দূরে শাহিনের বাড়ির কাছের ডোবার পাশে মাইশার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

শিশুটির শরীরে জখমের চিহ্ন রয়েছে দাবি করে তার চাচা বলেন, মাইশার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ডান কানের লতিতে রক্ত লেগে আছে। শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে শিশুটিকে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন আরপিএমপি পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ কাওছারসহ পিবিআই, সিআইডি ও পুলিশ কর্মকর্তারা।

উপপুলিশ কমিশনার শহিদুল্লাহ কাওছার বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে এটি হত্যাকাণ্ড না অন্য কোনো ঘটনা থেকে ঘটেছে- এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এসপি