অভিযুক্ত হিরন মাহমুদ নিপু

অভ্যন্তরীণ কোন্দলের জেরে সিলেট নগরীতে ছাত্রলীগ কর্মী আরিফ আহমদকে কুপিয়ে হত্যার ঘটনায় সিলেট সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপুকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) নিহতের মা আঁখি বেগম বাদী হয়ে সিলেটের এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় হিরন মাহমুদ নিপুসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫ জনকে।

মামলার বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, আরিফ খুনের ঘটনায় ইতোমধ্যে দুইজনকে আটক করেছে পুলিশ। তাদেরকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আটককৃতরা হলেন, বাচ্চু মিয়ার ছেলে রনি (২১) ও কামাল মিয়ার ছেলে মামুন মজুমদার (২৮)। তারা দুজনেই কাউন্সিলর হিরন মাহমুদ নিপু গ্রুপের কর্মী। এই ঘটনায় বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের পরপরই কাউন্সিলর  নিপু পলাতক রয়েছেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, সোমবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নগরীর বালুচরস্থ টিভি গেইট এলাকায় ছাত্রলীগ কর্মী আরিফ নিহত হন। তিনি নগরীর টিভি গেইট এলাকার ফটিক মিয়ার ছেলে। জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম গ্রুপের সক্রিয় কর্মী ছিলেন তিনি।

মাসুদ আহমদ রনি/আরকে