বিকৃত পতাকা হাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মহান বিজয় দিবসে জাতীয় পতাকা বিকৃতভাবে উপস্থাপন ও অবমাননার ঘটনায় আরও একটি মামলা করা হয়েছে। মামলাটি করেছেন রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ। ওই মামলায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

মহান বিজয় দিবসে জাতীয় পতাকা বিকৃতি আমার চেতনাকে আঘাত করেছে। দেশব্যাপী এ নিয়ে সমালোচনা হচ্ছে। দেশবিরোধী চক্র এভাবে আমাদের পতাকাকে অবমাননা করবে, তা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমি থানায় মামলা করতে গিয়েছিলাম। সেখানে আমাকে আদালতের অনুমতির কথা বলেছিল। তাই আদালতে মামলা করেছি। বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

শেখ আসিফ, সাধারণ সম্পাদক, রংপুর মহানগর ছাত্রলীগ

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) তাজহাট মেট্রোপলিটন আমলি ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফজলে এলাহী খান বিষয়টি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন বিজ্ঞ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর ও বাদীপক্ষের আইনজীবী আবু সাঈদ সুমন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, সোমবার (২৮ ডিসেম্বর) রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ বাদী হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবসে স্বাধীনতা স্মারকে বিকৃতভাবে জাতীয় পতাকা উপস্থাপন ও অবমাননার ঘটনায় আদালতে নালিশি দরখাস্ত করেন।

অভিযোগপত্রে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) আমিনুর রহমান, ইতিহাস বিভাগের প্রভাষক সোহাগ আলী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক রহমতুল্লাহ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান পরিমল চন্দ্র বর্মণ, ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের প্রভাষক শামীম হোসেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাউয়ুম, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক রাম প্রসাদ বর্মন, সহকারী প্রক্টর মাহামুদুল হাসান, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ উল হাসান, বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান সেলিম, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরীক্ষা নিয়ন্ত্রক সামছুল হক এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী রেজিস্ট্রার এম এম ইকবালকে আসামি করা হয়েছে।

মহান বিজয় দিবসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে বিকৃত পতাকা নিয়ে ছবি তোলেন ওই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। এ ঘটনায় ৯ শিক্ষকসহ উপাচার্যের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক ও একজন সাবেক ছাত্রলীগ নেতা তাজহাট থানায় দুটি এজাহার করেছেন।

এ ব্যাপারে মামলার বাদী রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ বলেন, মহান বিজয় দিবসে জাতীয় পতাকা বিকৃতি আমার চেতনাকে আঘাত করেছে। দেশব্যাপী এ নিয়ে সমালোচনা হচ্ছে। দেশবিরোধী চক্র এভাবে আমাদের পতাকাকে অবমাননা করবে, তা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমি থানায় মামলা করতে গিয়েছিলাম। সেখানে আমাকে আদালতের অনুমতির কথা বলেছিল। তাই আদালতে মামলা করেছি। বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। 

এদিকে জাতীয় পতাকা বিকৃত করে উপস্থাপন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছে রংপুর জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। ওই ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ এ-সংক্রান্ত প্রতিবেদন ২২ ডিসেম্বর জেলা প্রশাসক আসিব আহসান দাখিল করেছেন। প্রতিবেদনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহর কাছে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, মহান বিজয় দিবসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে বিকৃত পতাকা নিয়ে ছবি তোলেন ওই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। এ ঘটনায় ৯ শিক্ষকসহ উপাচার্যের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক ও একজন সাবেক ছাত্রলীগ নেতা তাজহাট থানায় দুটি এজাহার করেছেন।

পরে ২০ ডিসেম্বর রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শওকত আলী এ দুটি অভিযোগ তদন্ত করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এ ছাড়া পতাকা অবমাননার পর থেকে জড়িতদের শাস্তির দাবিতে ক্যাম্পাস ও পার্কের মোড়ে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছে বিভিন্ন সংগঠন।

এনএ