ভিজিডির ৬২ বস্তা চালসহ জাবের মিয়াকে আটক

হবিগঞ্জের আজমিরীগঞ্জে হতদরিদ্রদের জন্য বরাদ্দ দেওয়া ভিজিডির ৬২ বস্তা চালসহ জাবের মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার শিবপাশা গ্রামের কাকাইলছেও সড়ক থেকে তাকে আটক করা হয়। 

আটক জাবের মিয়া উপজেলার শিবপাশা গ্রামের অতু মিয়ার ছেলে। তাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজমিরীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাতে জাবের মিয়া ভিজিডি কর্মসূচির চাল বস্তা পরিবর্তন করে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান খান অভিযান চালিয়ে শিবপাশা গ্রামের কাকাইলছেও সড়ক থেকে তাকে হাতেনাতে আটক করেন। 
এ সময় ৬২ বস্তা চাল জব্দ করা হয় এবং জব্দকৃত চালের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আজমিরীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে দায়িত্ব দেওয়া হয়। পরে জাবের মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। 

অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গাজী মাজহারুল আনোয়ার এবং আজমিরীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শওকত সহযোগিতা করেন।

মোহাম্মদ নূর উদ্দিন/আরএআর