ফাইল ছবি

পঞ্চগড় পৌরসভা নির্বাচনের দায়িত্ব পালনের সময় রিটার্নিং অফিসারের গাড়ি ভাঙচুর ও এক পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) রাতে রিটার্নিং অফিসার মো. আলমগীর বাদী হয়ে পঞ্চগড় থানায় অজ্ঞাতনামা ৫ থেকে ৭ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।  

তবে এ ঘটনায় পুলিশ এখনও কাউকে আটক বা শনাক্ত করতে পারেনি। মামলায় সরকারি কাজে বাধা দেয়া, সরকারি কর্মচারীকে আঘাত করে গুরুতর জখম এবং সরকারি সম্পদের ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে৷ 

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার ভোটগ্রহণের শুরু থেকে রিটার্নিং অফিসার মো. আলমগীর দুইজন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে পৌরসভার বিভিন্ন কেন্দ্র পরির্দশন করেন। বেলা সাড়ে ১১টার দিকে পঞ্চগড় কালেক্টরেট আর্দশ শিক্ষা নিকেতন কেন্দ্রে পরিদর্শনে যান। এ সময় ভোটকেন্দ্রের বাইরে থাকা অজ্ঞাত ৫-৭ জন যুবক গাছের ডাল দিয়ে তার গাড়ির পেছনের কাঁচ ভেঙে দেয়। পরে রবিউল ইসলাম নামে এক পুলিশ সদস্য গাড়ি থেকে নামার সময় এক যুবক পেছন থেকে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। গাড়ি ভাঙচুরের কারণে আনুমানিক ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করেন রিটার্নিং অফিসার।  

রিটার্নিং অফিসার মো. আলমগীর বলেন, সোমবার (২৮ ডিসেম্বর) রাতে নির্বাচনের সকল কাজ শেষ করে গাড়ি ভাঙচুরসহ পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় সদর থানায় একটি মামলা করেছি। 

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মদ বলেন, সোমবার রাতে নির্বাচন কর্মকর্তার গাড়ি ভাঙচুরসহ পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছি।

এসপি