যুক্তরাজ্য থেকে সিলেট আসা যাত্রীদের নিজ খরচে কোয়ারেন্টাইন
ফাইল ছবি
যুক্তরাজ্য থেকে সিলেট আসা যাত্রীদের ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। আগামী ১ জানুয়ারি থেকে সিলেট আসা যাত্রীদের জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত হোটেলে নিজ খরচে থাকতে হবে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ৬টার দিকে সিলেট বিভাগীয় করোনা কমিটির এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
সভায় সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামসহ বিভাগীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
বৈঠকে আরও সিদ্ধান্ত হয়- হোটেলের পাশাপাশি যাত্রীরা খাদিমপাড়াস্থ বিআরডিটিআই সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে পারবেন। যুক্তরাজ্য থেকে সিলেট আসা যাত্রীদের বিমানবন্দর থেকে বিআরটিসি বাস দিয়ে হোটেল ও বিআরডিটিআই সেন্টারে নিয়ে যাওয়া হবে।
সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (করোনা সেল) শাম্মা লাবিবা অর্ণব ঢাকা পোস্টকে বলেন, করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ প্রতিরোধের লক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জরুরি এই বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য থেকে সিলেট আসা যাত্রীদের ১৪ দিন হোটেলে থাকার ভাড়া ও খাবারের খরচ দিতে হবে।
বিজ্ঞাপন
এর আগে সোমবার (২৮ ডিসেম্বর) যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ১৪৪ জন যাত্রী সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, ডিসেম্বর মাসে যুক্তরাজ্য থেকে সিলেট এসেছেন এক হাজার ১৬৪ যাত্রী। প্রতি সপ্তাহে বাংলাদেশ বিমানের দুটি ফ্লাইটে যাত্রীরা সিলেট আসছেন।
এর আগে মঙ্গলবার প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন একটি স্ট্রেনের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য থেকে আগত যাত্রীদের ১৪ দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে সার্কুলার জারি করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সার্কুলারে বেবিচক জানায়, বাংলাদেশে আগত প্রত্যেক যাত্রীর কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসা বাধ্যতামূলক। পাশাপাশি ২০২১ সালের জানুয়ারি মাসের ১ তারিখ থেকে ৫ জানুয়ারির মধ্যে বাংলাদেশে আগত সব যাত্রীকে বাধ্যতামূলকভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। যাত্রীরা কে কোথায় কোয়ারেন্টাইনে থাকবে সেটা নির্ধারণ করবেন বিমানবন্দরে কর্তব্যরত স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা।
আরএআর