রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস করেছেন ৩১ জন পরীক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ২৮ জন পরীক্ষার্থী। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এইচএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়স্ত্রক আরিফুল ইসলাম। তিনি বলেন, ১৮ হাজার ৭০ শিক্ষার্থী ৬৬ হাজার ১১৮টি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করে। এর মধ্যে ফলাফল পরিবর্তন হয়েছে ২১৬ জন পরীক্ষার্থীর। আর ফেল থেকে পাস করেছেন ৩১ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ২৮ জন পরীক্ষার্থী।

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বরের এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ২৫৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৫ হাজার ৪৪৫ ও ছাত্রী ৫ হাজার ৮১৩ জন। এই পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। পাস করেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী।

শাহিনুল আশিক/আরএআর