নির্বাচন বর্জন করলেন কুমিল্লা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী নাঈম
নির্বাচন কমিশন ও প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছেন কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসান। রোববার (৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে দাউদকান্দির নিজ রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।
ব্যারিস্টার নাঈম হাসান কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে নাঈম হাসান বলেন, নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছিল একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবে। আশ্বাস দেওয়া হয়েছিল প্রতিটি প্রশাসন আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবে, সেনাবাহিনী থাকবে, র্যাব থাকবে, বিজিবি থাকবে, এর সাথে সাথে পুলিশ ফোর্স থাকবে। কিন্তু আজকে দুঃখজনক হলো, কোনো সেন্টারে কোনো রাস্তায় কোনো জায়গাতে ইভেন হাইওয়েতে আমি এই পর্যন্ত কোনো সেনাবাহিনী দেখিনি। বিজিবি খুবই কম দেখা গেছে। কোনো সেন্টারে তো নাই-ই। সেন্টারগুলোতে সর্বোচ্চ ১ থেকে ২ জন পুলিশ সদস্য ছিল।
তিনি আরও বলেন, আমার দেখা মতে এই ধরনের নির্বাচন খুব কমই দেখেছি। আমরা খুব আস্থা রেখেছিলাম নির্বাচন কমিশনের ওপর যে এই প্রতিষ্ঠানটি আমাদের হেল্প করবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে। মাননীয় প্রধানমন্ত্রী বারবার চেয়েছে বাংলাদেশে একটি সুন্দর, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন করার। কিন্তু প্রশাসন তা করেনি।
বিজ্ঞাপন
গত ১০ দিন ধরে আমার প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী যা যা করেছে, সর্বশেষ ভোটের দিন সব সুবিধাই করে দিয়েছে প্রশাসন। সব মিলিয়ে এখানে তো আর ইলেকশন করার সিচুয়েশন থাকে না। আমি দুঃখিত আমার সংসদীয় এলাকার ভোটারদের কাছে, যারা অনেক পরিশ্রম করেছে। আমি খুবই দুঃখিত কিন্তু এই সিচুয়েশনে নির্বাচন করা সম্ভব না। তাই আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।
আরিফ আজগর/আরএআর