জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান

বাঁশের খুঁটিতে ঝোলানো জবাই করা পশুর কলিজা ও ফুসফুস। সন্দেহ থেকে তাতে চোখ যায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তাদের। একপর্যায়ে ফাঁস হয়ে যায় কলিজায় পানি ভরে ওজন বৃদ্ধির কথা। রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকায় সোমবার (১৯ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ। 

হাসান-আল-মারুফ বলেন, মাংস বিক্রেতা আলী কলিজার মধ্যে পানি ঢুকিয়ে ওজন বাড়িয়ে বিক্রি করছেন। অভিযানে বিষয়টি ধরা পড়ে। তিনিও স্বীকার করেছেন বিষয়টি। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে পণ্যের মূল্য তালিকা না থাকায় লক্ষ্মীপুর এলাকার সনি স্টোরকে এক হাজার টাকা এবং নগরীর নিউ মার্কেট এলাকার দুই সবজি বিক্রেতাকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। 

এদিকে নগরীর রেলগেট এলাকার টিসিবির ট্রাকে বিক্রি করা পণ্য মনিটরিং করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ঘুরে দেখে নগরীর বিভিন্ন এলাকার বাজার। এ সময় ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা। উদ্বুদ্ধ করা হয় এ সংক্রান্ত আইন মেনে চলতে।

এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।

এএম