গ্রেফতার রাজু মোল্লা

সুন্দরবনের জলদস্যু ছোট রাজু বাহিনীর প্রধান রাজু মোল্লাকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি দেশি তৈরি বন্দুকের বাট ও একটি অস্ত্রের বোল্ট উদ্ধার করা হয়। রাজুর নামে হত‍্যা, চাঁদাবাজি, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

২০১৭ সালে র‍্যাবের হাতে অস্ত্র জমা দিয়ে রাজু ও তার বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করেন। কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়ে স্বাভাবিক জীবনে না ফিরে আগের জীবনে ফেরার জন্য লোকবল সংগঠিত করার চেষ্টা করছিলেন রাজু।

সোমবার (১৯ এপ্রিল) রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারেফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। রাজু খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের শাহাদাত মোল্লার ছেলে।

পুলিশ জানায়, ১৮ এপ্রিল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বসতবাড়িতে তল্লাশি করে একটি দেশি তৈরি বন্দুকের বাট ও অস্ত্রের বোল্ট উদ্ধার করে পুলিশ। 

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারেফ হোসেন বলেন, এ ঘটনায় রাজুর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মোহাম্মদ মিলন/এএম