কাদের মির্জার ৪ অনুসারী আটক
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার চার অনুসারীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত বসুরহাটের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন চরপার্বতীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. আসলামের ছেলে মো. ইসমাইল হোসেন পলাশ (২৫), পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৃত মনির আহমেদ ছেলে মো. নুর আলম প্রকাশ রাসেল (২৮), পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত মনোরঞ্জন মজুমদারের ছেলে প্রবণ চন্দ্র মজুমদার (৩৩) ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মৃত আবুল বাসার চরহাজারীর ছেলে ইমাম হোসেন ছোটন (২৪)।
বিজ্ঞাপন
কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি ঢাকা পোস্টকে বলেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত বসুরহাটের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ঢাকা পোস্টকে বলেন, পুলিশ আমার পৌরসভার কর্মচারীসহ চারজনকে আটক করেছে। আমার পৌরসভা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কিন্তু কোন আইনে এখান থেকে চারজনকে আটক করা হলো। কোন ক্ষমতাবলে পৌরসভার ভেতরে ঢুকে তারা তাণ্ডব চালাচ্ছে।
বিজ্ঞাপন
হাসিব আল আমিন/আরএআর