কেএমপির ত্রাণ পেল দরিদ্ররা
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পক্ষ থেকে দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২১ এপ্রিল) কেএমপির বয়রা এলাকার পুলিশ লাইন্স মাঠে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা।
বিজ্ঞাপন
খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, করোনার কারণে সারা পৃথিবী আজ ভয়ঙ্কর একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ এর বাহিরে নয়। ২০২০ সালে যখন করোনা শুরু হয় তখন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সতর্কতার সঙ্গে জাতিকে নেতৃত্ব দেন। আমরা করোনা একটা নিয়ন্ত্রণের মধ্যে এনেছিলাম। দেখা গেছে যে সব কিছু আমাদের নিয়ন্ত্রণে। তারপরও আমাদের অসাবধানতার কারণে দিন দিন এই রোগ বাড়ছে। মানুষের মৃত্যু বাড়ছে। যে কারণে সরকারের পক্ষ থেকে ধারাবাহিক লকডাউন ঘোষণা করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা বলেন, আমরা চেষ্টা করেছি খুলনা নগরীর নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তাদের সহায়তায় স্বপ্রণোদিত হয়ে সহকর্মীরা অর্থায়ন করেছেন। সকল সহকর্মীর অংশগ্রহণের মাধ্যমে এই ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এঅ্যান্ডও) সরদার রকিবুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ, ডেপুটি পুলিশ কমিশনার (এফঅ্যান্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (সোয়াট) মো. মারুফাত হুসাইন, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) সোনালী সেন, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (সদর) শেখ ইমরান, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মো. হাফিজুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) মো. সালাউদ্দিন প্রমুখ।
মোহাম্মদ মিলন/আরএআর