৫০০ রিকশাচালক ও পথচারীদের মাঝে ইফতার দেওয়া হয়

করোনাভাইরাস পরিস্থিতিতে রমজান উপলক্ষে অসহায় রিকশাচালকদের মাঝে ইফতার ও খাবার বিতরণ করেছে ময়মনসিংহ মহানগর যুবলীগ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে নগরীর টাউনহল প্রাঙ্গণে ৫০০ অসহায় রিকশাচালক ও পথচারীদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর যুবলীগের আহ্বায়ক শাহীনূর রহমান, যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠান, সদস্য গোলাম মোস্তাফা কামাল শামীম, রাসেল আহমেদ, শাহ আলমগীর জয়, জিয়াউল হক জিয়া, রাজীব আহমেদ, আল আমিন, সলিমউল্লাহ রসুল, সুমন হোসেন, ইফফাত হাসান রিজন, আমিনুল এহসান বরাত, মারুফ হোসেন মুন্না, খাইরুল আলম প্রমুখ।

শাহীনূর রহমান বলেন, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশে করোনাকালে রমজানে আমরা অসহায়দের পাশে আছি। করোনার কারণে অনেকের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে।

তিনি আরও বলেন, লকডাউনের কারণে কষ্টে দিন যাচ্ছে রিকশাচালকদের। তাদের কথা চিন্তা করে নিজেরা রান্না করে এই ইফতার বিতরণ করা হয়। মাসব্যাপী এ কার্যক্রম প্রতিটি ওয়ার্ডে চলমান থাকবে।

উবায়দুল হক/এমএসআর