প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি অসহায়রা
কুমিল্লায় খাদ্যসামগ্রী বিতরণ করে জেলা প্রশাসন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেছে চার শতাধিক পরিবার। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেল ৪টায় নগরীর তিনটি স্থানে খাদ্যসামগ্রী বিতরণ করে জেলা প্রশাসন। জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, এ ধারা অব্যাহত থাকবে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর খাদ্য উপহারের প্রথম ধাপে নগরীর চকবাজার, টমসমব্রিজ ও মোগলটুলীতে ১৫০ জন, ঈদগা এলাকায় ১৫০ জন অসহায়কে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
বিজ্ঞাপন
এছাড়া ১০০ বীর মুক্তিযোদ্ধার বাসায় প্রধানমন্ত্রীর খাদ্য উপহার পাঠানো হয়। করোনায় আয় উপার্জন কমে যাওয়ায় অসহায় হয়ে পড়েছে নিম্নআয়ের মানুষজন। তাদের জন্য খাদ্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। আজ অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার পৌঁছে যায়।
বৃহস্পতিবার বিকেল ৪টায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগা মাঠ-সংলগ্ন এলাকায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান প্রধানমন্ত্রীর খাদ্য উপহার তুলে দিয়েছেন অসহায় মানুষের হাতে।
বিজ্ঞাপন
কামরুল হাসান বলেন, প্রথম ধাপে ৩০০ জন অসহায় মানুষ ও ১০০ বীর মুক্তিযোদ্ধার মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার তুলে দিয়েছি। আগামী দিনগুলোতেও প্রধানমন্ত্রীর খাদ্য উপহার বিতরণ অব্যাহত থাকবে।
এমএসআর